হোম খেলাধুলা হাসারাঙ্গাকে আটকালেই হাসবে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক :

বাংলাদেশের লেগস্পিন-গুগলিতে দুর্বলতার কথা জানতে বাকি নেই প্রতিপক্ষ শ্রীলঙ্কারও। আর তাই সুপার টুয়েলভের প্রথম লড়াইয়ে তাদের তুরুপের তাস লেগস্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশিদিন হয়নি এসেছেন হাসারাঙ্গা। তবে এই ক’দিনেই নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। আফগান বিখ্যাত লেগস্পিনার রশিদ খানের সঙ্গে এখন তার নামও শোনা যায়।

হাসারাঙ্গার উত্থানটা সবচেয়ে বেশি বোঝা যায় সম্প্রতি ঘরের মাঠে ভারতের বিপক্ষে। একের পর এক হারের বৃত্তেবন্দি দলকে একাই জিতেয়েছেন। দারুণ বোলিংয়ে দলের হয়ে সিরিজ জয়েও অনবদ্য ভূমিকা তার। যার পুরস্কার পান হাতেনাতেই। আইপিএলের মাঝপথেই তাতে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। সুযোগ পান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে।

এদিকে বিশ্বকাপ বাছাইপর্বে এ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। আর এ সাফল্যের পেছনেও গুরুত্বপূর্ণ অবদান হাসারাঙ্গার। আর তাই মূলপর্বের লড়াইয়ে নামার আগেও লঙ্কান অধিনায়ক দাসুন শানাকার তুরুপের তাস যে হাসারাঙ্গাই, সেটি আর বলার অপেক্ষা রাখে না।

অন্যদিকে, বিশ্বকাপের মূলপর্বের উদ্বোধনী দিনের দুই খেলায় দেখা গেছে স্পিনারদের জয়জয়কার। বিশেষ করে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ক্যারিবীয়দের একাই ধসিয়ে দিয়েছিলেন ইংলিশ দুই স্পিনার মঈন আলি আর রশিদ খান। আর তাই রোববার (২৪ অক্টোবর) বাংলাদেশের বিপক্ষে হাসারাঙ্গার দিকেই তাকিয়ে থাকবে লঙ্কানরা।

তবে বাংলাদেশও পরিস্থিতি আঁচ করতে পেরে এ ম্যাচে সুযোগ দিতে পারেন নাসুম আহমেদকে। তাহলে সাকিব আল হাসান আর মেহেদী হাসানের সঙ্গে নাসুম যোগ হলে শক্তিশালী আক্রমণভাগ হবে। এদিকে, বলা হচ্ছে, রোববারের ম্যাচে হাসারাঙ্গাকে মোকাবিলা করার ওপর নির্ভর করবে বাংলাদেশের ভাগ্য।

টাইগার কোচ রাসেল ডোমিঙ্গোর দাবি, ‘আমরা গত কয়েক মাসে হাসারাঙ্গাকে বেশ কয়েকবার মোকাবিলা করেছি। আমরা তার সামর্থ্য সম্পর্কে সচেতন। তিনি কতটা কি করতে পারেন, তাও আমাদের জানা আছে।’

কোচ আরও বলেন, শ্রীলঙ্কা দলে কে খেলবে আর কে খেলবে না সেটা আমার হাতে নেই। আমি ভাবছিও না সেটা নিয়ে। আমার ছেলেরা নিজেদের পারফরম্যান্সে ফোকাস করছে। প্রতিপক্ষ যে আসুক না কেন, নিজেদের বেসিক ঠিক রাখাটাই মুখ্য।

এদিকে, ম্যাচের আগেই বাংলাদেশকে এক প্রকার হুঙ্কার দিয়ে রাখলেন লঙ্কান অধিপতি। যে কোনো মানদণ্ডে নিজেদেরকেই এগিয়ে রাখছেন তিনি।

লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা বলেন, আমরা অনেক দিন ধরে ভালো ক্রিকেট খেলছি। প্রাথমিক পর্বেও আমাদের অবস্থান অন্যদের চেয়ে ভালো ছিল। তাই ছন্দ বিচার করলে অবশ্যই আমরা এগিয়ে থাকব। এ মাঠেও আমরা খেলেছি, তো বাংলাদেশের বিপক্ষে জয় না পাওয়ার কোনো কারণ দেখছি না।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন