জামালউদ্দীন :
করোনা ভাইরাস মানুষকে অসহায় করেছে। তাই বলে সেই মানুষকে পুজি করে যারা মহাদানবীর হাজ্বী মহাসীন হতে চায় তাঁদের উদ্দেশ্য কি!!! ছবিতে খাদ্য সহায়াতা নেওয়া মানুষ নিজের সম্মান বাঁচাতে আচলে মুখ লুকালেও যেন তাঁদের ক্ষমা নেই। এরা গরীব এটাই কি অপরাধ।
এক কেজি চাল, এক কেজি ডাল বা এক প্যকেট মুড়ি দিয়ে ছবি তুলে ফেসবুক ভাইরাল করা কি অপরাধ না!! বর্তমান কর্মহীন মানুষগুলো খাদ্যের অভাবে নিরুপায়। তাই বলে তাঁদের আত্বসম্মান নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কে দিয়েছে? মহাদূর্যোগে মানুষ মানুষের পাশে থাকবে এটাই মানবতা। তার মানে এই নয় যে তাঁদের সম্মান নেই! তাঁদের কর্ম নেই কিন্তুু সম্মান আছে। বর্তমান স্যোসাল মিডিয়াতে দেখা যাচ্ছে ৫০/১০০ টাকার পণ্য দিয়ে সে ছবি ভাইরাল হচ্ছে। কিছু শাক সবজি দিয়ে মানবতার সেবক হওয়া যায় না মানবতার সেবক হতে বিবেক থাকতে হয়। ক্ষুধার্ত মানুষকে করোনায় কেন বলির পাঠা হতে হবে, সমাজের সকলের নিকট দাবী লোক দেখানো ত্রান প্রদান বন্ধ করুন। এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তাফা কামালেরর ফোনে সংযোগ পাওয়া না গেলেও তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন জানিয়েছেন এটা ব্যক্তি স্বাধীনতার বহিঃপ্রকাশ। তাঁদের কে আইনের আওতায় আনার কোন বিধান জানা নেই ।