নড়াইল অফিস :
সম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ১১টায় নড়াইল জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নড়াইল জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল স্বপন, পৌর কাউন্সিলর শরফুল আলম লিটু, সাংবাদিক মলয় কান্তি নন্দী, কার্তিক দাস, সাইফুল ইসলাম তুহিন, অ্যাডভোকেট কাজী বশিরুল হক, জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহারিয়ার মিম প্রমূখ।
বক্তরা সম্প্রদায়িক সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
