জাতীয় ডেস্ক :
বাংলাদেশের সাম্প্রদায়িক সংকটকে মহাসংকট আখ্যায়িত করে এর জন্য সরকার শুধু নয়, বিরোধীদলও দায়ী বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জাফরুল্লাহ চৌধুরী।
বুধবার (২০ অক্টোবর) রংপুরের পীরগঞ্জের ক্ষতিগস্ত মাঝিপাড়া পরিদর্শন করতে এসে সংবাদমাধ্যম কর্মীদের সঙ্গে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা বিভ্রান্ত। এ ধরনের ঘটনায় সরকার, বিরোধীদল কেন ছুটে আসেনি। কেন পুলিশের অপেক্ষায় থেকেছি, সবাই মিলে কেন রুখে দাঁড়ায়নি?
তিনি বলেন, আমরা মানুষ নাই। আমরা ভুল করেছি, কিন্তু কার কাছে ক্ষমা চাইবো?
প্রধানমন্ত্রীকে ক্ষতিগ্রস্তদের কাছে আসার আহ্বান জানিয়ে বলেন, আপনি এদের কাছে এলে শক্তি পাবে। পুলিশের মনোবল বাড়বে। এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকীসহ বিভিন্ন বাম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাকী বলেন, একটা সাম্প্রদায়িক জঙ্গিগোষ্ঠীকে শক্তিশালী করা হচ্ছে, আর সেটা দমনের নামে সরকার রাজনৈতিক ফায়দা নিচ্ছে। এ ধরনের ঘটনাকে রাজনৈতিক মতলববাজি বলে মন্তব্য করেন তিনি। পরে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য এক মাসের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
