হোম আন্তর্জাতিক আত্মঘাতী হামলাকারীদের প্রশংসায় তালেবান সরকার

আন্তর্জাতিক ডেস্ক :

আফগানিস্তানে যুক্তরাষ্ট্র সমর্থিত সাবেক সরকার ও পশ্চিমা মিত্রদের বিরুদ্ধে যুদ্ধের সময় যেসব আত্মঘাতী হামলাকারী নিহত হয়েছেন, তাদের প্রশংসায় ভাসিয়েছে তালেবান। তাদের পরিবারকে নগদ অর্থ ও ভূমি দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে।

তালেবান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে। কাবুলের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক অনুষ্ঠানে নিহত আত্মঘাতী হামলাকারীদের পরিবারের সঙ্গে দেখা করেন আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি।

২০১৮ সালে এক আত্মঘাতী বোমা হামলারও লক্ষ্যবস্তু হয়েছিল এই হোটেল।

আফগান যুদ্ধ চলার সময় বৈশ্বিক সন্ত্রাসী আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্র সিরাজউদ্দিন হাক্কানির মাথার মূল্য ধরেছিল এক কোটি মার্কিন ডলার।

মঙ্গলবার (১৯ অক্টোবর) ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ওই অনুষ্ঠানের একটি ছবি প্রকাশ করেছে তালেবান কর্মকর্তারা। যদিও এতে সিরাজউদ্দিন হাক্কানির ছবি অস্পষ্ট করে দেওয়া হয়েছে।

টুইটারে পোস্ট এক বিবৃতিতে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শহীদ ও মুজাহিদদের আত্মত্যাগ ও জিহাদের প্রশংসা করেছেন মন্ত্রী। তাদেরকে ইসলাম ও দেশের নায়ক বলে উল্লেখ করেন তিনি।

আত্মঘাতী বোমা হামলাকারীদের পরিবার সদস্যদের পোশাক ও দশ হাজার আফগানি দিয়েছেন সিরাজউদ্দিন হাক্কানি। তাদের জমি দেওয়ারও অঙ্গীকার করেন তিনি।

বাবা জালালউদ্দিন হাক্কানির মৃত্যুর পর হাক্কানি নেটওয়ার্কের দায়িত্ব নেন সিরাজউদ্দিন। আফগানযুদ্ধে বেশ কয়েকটি বড় ধরনের আত্মঘাতী হামলার জন্য এই গ্রুপকে দায়ী করা হচ্ছে।

২০০৮ সালে কাবুলের একটি হোটেলে হামলার জন্য মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই খুঁজছে সিরাজউদ্দিন হাক্কানিকে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন