কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ঢাকা হাজী বিরিয়ানি হাউজের স্বত্ত্বাধিকারী অসাধু ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার(১৯ অক্টোবর) বিকালে পৌর সদরের ভিভিন্ন স্থানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমীন অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ও শহীদ মিনার সংলগ্ন এলাকায় অবস্থিত ঢাকা হাজী বিরিয়ানি হাউজে অপরিস্কার, অপরিচ্ছন্ন ও ফ্রিজে সংরক্ষিত দীর্ঘদিনের বিনষ্ট মাংস খাদ্য হিসাবে ব্যবহার করার অপরাধে স্বত্ত্বাধিকারী সাইফুল ইসলামকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আদালতকে সহায়তা করেন বেঞ্চ সহকরাীসহ পুলিশ সদস্যবৃন্দ।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমীন জানান, সাতক্ষীরার সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসার জুবাযের হোসেন চৌধুরীর নেতৃত্বে উপজেলা ব্যাপি ভোক্তা অধিকার আইন প্রয়োগ ও ভেজাল খাদ্য দ্রব্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।