আন্তর্জাতিক ডেস্ক :
২০১৬ সালে ব্যর্থ অভ্যুত্থানে জড়িত থাকার দায়ে সন্দেহভাজন ১৫৮ সেনাকে গ্রেপ্তারের আদেশ দিয়েছে তুর্কি কর্তৃপক্ষ।
মঙ্গলবার আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যম এনটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইজমিরে প্রসিকিউটরদের নির্দেশে নিরাপত্তা বাহিনী একযোগে ৪১টি প্রদেশে ব্যাপক অভিযান শুরু করে এবং ৯৭ জন সন্দেহভাজনকে আটক করেছে।
প্রসিকিউটররা তাদের তদন্তে বলেছেন, সন্দেহভাজন দায়িত্বরত সৈন্য ও মিলিটারি স্কুলের সাবেক শিক্ষার্থী। তাদের বিরুদ্ধে মার্কিনভিত্তিক তুর্কি ধর্মগুরু ফেতুল্লাহ গুলেনের নেতৃত্বাধীন নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগের অভিযোগ রয়েছে।
তুর্কি সরকার ২০১৬ সালের জুলাই মাসে অভ্যুত্থানে গুলেনকে ‘মাস্টারমাইন্ড’ হিসেবে তার নেটওয়ার্ককে দায়ী করে। ওই অভ্যুত্থানে ২৫০ জন নিহত হয়েছিল।
সূত্র: এএনআই/সিনহুয়া।