জাতীয় ডেস্ক :
বরিশাল-৪ আসনের সাংসদ ও স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এমপি বলেছেন, ভয় দেখিয়ে আমাদের দেশ ছাড়া করা যাবে না। মন্দিরে হামলা করে, দেবালয় ধ্বংস করে আমাদের দেশ ছাড়তে বাধ্য করা যাবে না।
মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে নোয়াখালীর চৌমুহনীতে হামলায় ক্ষতিগ্রস্ত মন্দিরগুলো পরিদর্শন শেষে রাধা মাদব জিউর মন্দিরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পঙ্কজ দেবনাথ বলেন, ‘আমরা এ দেশের মাটি ও মানুষকে ভালোবাসি। দেশের মানুষ সরলপ্রাণ ধর্মবিশ্বাসি, কিন্তু যেসব দুর্বৃত্ত মন্দিরে হামলা চালিয়ে সাম্প্রদায়িক বিদ্বেষ ঘটাতে চায়, হিন্দুদের দেশ ছাড়তে বাধ্য করতে চায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সবাইকে আন্দোলন করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।’
তিনি বলেন, ‘কোনো সভ্য দেশে এ বর্বরতা হতে পারে এটা আমাদের ভাবনায় ছিল না। বঙ্গবন্ধুর ডাকে আমাদের দেশের হিন্দু, বৌদ্ধ, মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করে রক্ত দিয়ে এ দেশকে স্বাধীন করেছে। এ দেশ আমাদের, ভয় দেখিয়ে আমাদের দেশ ছাড়া করা যাবে না।
তিনি আরও বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করি, এ দেশ আমাদের আমরা এ দেশেই থাকবো। আমরা যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করেছি, এবার এ ধর্মীয় সন্ত্রাস নাশকতাকারীদের বিচার নিশ্চিত করব।
পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সাংসদ মামুনুর রশিদ কিরণ, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ নোয়াখালী শাখার আহবায়ক বিনয় কিশোর রায়সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও হিন্দু ধর্মাবলম্বীর নেতৃবৃন্দ।