হোম জাতীয় করোনাভাইরাস: পারিবারিক চাপে সংসদ সদস্যরা

করোনাভাইরাস: পারিবারিক চাপে সংসদ সদস্যরা

কর্তৃক
০ মন্তব্য 102 ভিউজ

অনলাইন ডস্কে :
একজন সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আরেক সংসদ সদস্যের পরিবারের সদস্য ও সংসদ ভবন এলাকায় দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। এতে সতর্ক অবস্থানে রয়েছেন সংসদ সদস্যরা। উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে দেশের বিভিন্ন স্থানে ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়া সংসদ সদস্যদের মধ্যেও। সংসদ সদস্য আক্রান্ত হওয়ার খবরে ঘরমুখী হতে শুরু করেছেন অনেক এমপি। স্ত্রী-সন্তানসহ পরিবারের অন্যদের নিরাপদে রাখতে তারা বাড়তি সতর্কতা নিতে শুরু করেছেন। কারও কারও বাইরে যাওয়ার বিষয়ে পরিবারের সদস্যদের থেকেও বাধা পেতে হচ্ছে। বেশ কয়েকজন সংসদ সদস্যের সঙ্গে আলাপ করে এসব তথ্য পাওয়া গেছে।

সপ্তাহখানেক আগেও সংসদ সদস্যদের নির্বাচনি এলাকায় ত্রাণ বিতরণ ও ধান কাটায় অংশ নেওয়া এবং ঘটা করে ধান কাটার মেশিন বিতরণে ‍ধুম পড়ে। কিন্তু গত দুই-তিন হলো তাতে ভাটা পড়েছে। বেশিরভাগ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য এখন ঢাকার বাসায় আছেন। যারা এলাকায় আছেন তারাও গত দুদিনে বাইরে বের হননি।

কয়েকজন সংসদ সদস্য জানান, করোনা পরিস্থিতির কারণে ঘরের বাইরে যাওয়ার বিষয়ে পরিবারের সদস্যদের চাপ আগে থেকেই ছিল। এখন একজন সংসদ সদস্য আক্রান্ত হওয়ায় এই চাপ আরও বেড়েছে। তবে চাপ হোক আর উৎকণ্ঠা হোক, জনপ্রতিনিধি হিসেবে এই দুর্যোগের সময় ঘরে থাকার সুযোগ নেই। মানুষের পাশে তাদের দাঁড়াতেই হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন