হোম অন্যান্যসারাদেশ দলীয়শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাতক্ষীরায়  ৫ ছাত্রলীগ  নেতার  অব্যাহতি

নিজস্ব প্রতিনিধি :
পবিত্র কোরআন শরীফ অবমানার কারনে সম্প্রতি দেশের  বিভিন্ন স্থানে দূর্গামন্দিরে প্রতিমা ভাংচুর ও সংখ্যালঘু সম্প্রদায়ে নির্যাতনের ঘটনাকেন্দ্রীক দলীয়  প্রতিমন্ত্রীর  বিরুদ্ধে ফেসবুকে স্টাট্যাস প্রদান সহ সংগঠন বিরোধী কার্যকালাপের বিরুদ্ধে জড়িত থাকার দায়ে  সাতক্ষীরায় ৫ ছাত্রলীগ নেতাকে দলীয় পদ থেকে  অব্যহতি দিয়েছে জেলা ছাত্রলীগ।
রবিবার রাতে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম  আশিকুর রহমান ও সাধারন সম্পাদক সুমন হেসেনের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানা যায়।
অব্যহতি প্রাপ্ত ছাত্রলীগ নেতারা হল,  আশাশুনি উপজেলার শোভনালী  ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ নুর আলম, একই উপজেলার  দরগাপুর ইউনিয়ন ছাত্রলীগ সাধারন সম্পাদক মোঃ ইউছুপ আলী সুজন প্রতাপনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আশিকুর রহমান রেজা  কাদিকাটি ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ মোস্তফিজুর রহমান ও তালা উপজেলার খলিষখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক  মোঃ নুর ইসলাম ময়না ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগ নেতা জানান, সম্প্রতি তথ্য প্রতিমন্ত্রীকে কটুক্তি করে  ফেসবুকে  তারা  একটি পোষ্ট দেন। মুহুর্তে সেই পোষ্টটি  ফেসবুকে  সমালোচনার ঝড় তোলে। পরবর্তীত এই পোষ্টটি জেলা ছাত্রলীগের দৃষ্টি গোচর হয়।
তবে এ বিষয়ে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের বক্তব্য নেওয়ার মুঠোফোনে একাধিক বার চেষ্টা করলে তারা ফোনটি রিসিভ করেন নি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন