কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ার চন্দনপুর দাখিল মাদ্রাসা উন্নয়নে মাদ্রাসা পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে জেলা পরিষদ সদস্য কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আমজাদ হোসেন’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চন্দনপুর দাখিল মাদ্রাসার আয়োজনে বুধবার দুপুরে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবীদ প্রফেসর আবু নসর এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক শেখ আমজাদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ ও লেখক মাও. জিয়াউল ইসলাম যুক্তিবাদী।
এসময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সুপার মাও.মাসুম বিল্লাহ সহ চন্দরপুর দাখিল মাদ্রাসার সকল শিক্ষক, অভিভাবক ও সুধিবৃন্দ।
মতবিনিময় সভা শেষে জেলা পরিষদ সদস্য শেখ আমজাদ হোসেন ব্যক্তিগত তহবিল থেকে ৬টি সিলিং ফ্যান ও নগদ দশ হাজার টাকা মাদ্রাসা পরিচালনা কমিটির নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করেন। এছাড়া মাদ্রাসার উন্নয়নে সাতক্ষীরা জেলা পরিষদের ৫০ হাজার টাকার উন্নয়ন প্রকল্প প্রদান করেন।
