হোম আন্তর্জাতিক তালেবানের হুমকিতে ফ্লাইট বাতিল পাকিস্তান এয়ারলাইনসের

আন্তর্জাতিক ডেস্ক :

আফগানিস্তানের রাজধানী কাবুলে ফ্লাইট বাতিল করে দিয়েছে পাকিস্তানের আন্তর্জাতিক এয়ারলাইনস (পিআইএ)। নীতি পরিবর্তনে স্বেচ্ছাচার ও কর্মীদের ভয়ভীতি প্রদর্শনসহ তালেবান কর্তৃপক্ষের অতিরিক্ত হস্তক্ষেপের অভিযোগে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে পাকিস্তান।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। টিকিটের মূল্য কমিয়ে আগস্টের পশ্চিমা-সমর্থিত সরকারের পতনের আগের অবস্থায় নিয়ে যেতে তালেবান সরকার কড়া নির্দেশ দিয়েছিল। এতে ফ্লাইট পরিচালনা স্থগিত করার ঘোষণা দিয়েছে কোম্পানিটি।

কাবুলের বাইরে একমাত্র আন্তর্জাতিক এয়ারলাইনস হিসেবে আফগানিস্তানে ফ্লাইট পরিচালনা করছিল পাকিস্তান এয়ারলাইনস। কোম্পানির মুখপাত্র বলেন, কর্তৃপক্ষের অতিরিক্ত খবরদারি ও বলপ্রয়োগের কারণে আজ থেকে আমরা কাবুলে ফ্লাইট পরিচালনা স্থগিত করে দিয়েছি।

এর আগে পাকিস্তান এয়ারলাইনস ও আফগান ক্যারিয়ার কিম এয়ারকে সতর্ক করে দিয়ে তালেবান বলেছে, তারা যদি টিকিটের মূল্য কমাতে রাজি না হয়, তবে তাদের আফগানিস্তানের ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেওয়ার ঝুঁকি রয়েছে। কারণ টিকিটের মূল্য বেড়ে অধিকাংশ আফগান নাগরিকের বহন সক্ষমতার বাইরে চলে গিয়েছে।

অধিকাংশ আন্তর্জাতিক এয়ারলাইনস আফগানিস্তানে ফ্লাইট পরিচালনা করে না। কাবুলের ট্র্যাভেল এজেন্টরা বলছেন, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে টিকিটমূল্য আড়াই হাজার মাার্কিন ডলার নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইনস। অথচ মার্কিন সেনাপ্রত্যাহার ও আশরাফ গনি সরকারের পতনের আগে টিকিটের মূল্য ছিল ১২০ থেকে দেড়শ ডলার।

আফগান পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ইসলামিক আমিরাতের বিজয়ের আগের অবস্থার সঙ্গে এই রুটের ফ্লাইটের টিকিটের মূল্য সমন্বয় করতে হবে, নতুবা ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেওয়া দরকার।

এই ঘোষণার কোনো লঙ্ঘন হলে নাগরিকদের অভিযোগ করতে বলেছে আফগান পরিবহন মন্ত্রণালয়। গেল মাসে কাবুল বিমানবন্দর চালু করা হয়েছে। এরপর থেকে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার ফ্লাইট পরিচালনা মারাত্মকভাবে সীমিত হয়ে পড়েছে।

দেশটিতে তালেবানের বিজয়ের পর লক্ষাধিক পশ্চিমা নাগরিক ও ঝুঁকিপূর্ণ আফগানদের নিরাপদ দেশে সরিয়ে নেওয়া হয়েছে। পাকিস্তানের এয়ারলাইনস কর্তৃপক্ষ বলছে, নতুন তালেবান সরকার গঠন হওয়ার পর থেকে কাবুলে তাদের কর্মীদের সঙ্গে ভীতিপ্রদর্শনমূলক আচরণ করছেন তালেবান কমান্ডাররা। এছাড়া নিয়মনীতি ও ফ্লাইট পরিচালনার অনুমোদনে পরিবর্তন আনা হয়েছে।

তারা আরও জানিয়েছেন, টিকিটের অতিরিক্ত মূল্য নেওয়ায় পাকিস্তান এয়ারলাইনসের আফগান প্রতিনিধিকে বন্দুকের নলের মুখে কয়েক ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয়েছে। কাবুলে পাকিস্তান দূতাবাস থেকে হস্তক্ষেপের পর তিনি ছাড়া পেয়েছেন।

তালেবান সরকারের অধীন আফগানিস্তানের ভবিষ্যৎ অর্থনৈতিক সংকট ও হতাশার মধ্যে পড়েছে। দেশের বাইরে যাওয়ার জন্য কাবুলে ফ্লাইটের চাহিদা ব্যাপক। গেল মাসে কাবুলের পাসপোর্ট অফিস খুলে দেওয়ার পর ভ্রমণের অনুমতি পেতে লোকজন সেটি অবরুদ্ধ করে রেখেছিলেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন