হোম অন্যান্যসারাদেশ গৃহবধূর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি, মামলা

জাতীয় ডেস্ক :

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে (২১) একাধিকবার ধর্ষণ ও পরবর্তীতে আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় দেলোয়ার হোসেন আরিফ (২১) নামে নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী।

বুধবার (১৩ অক্টোবর) দুপুরে ভিকটিম বাদী হয়ে বেগমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন। অভিযুক্ত দেলোয়ারকে গ্রেপ্তারের জন্য অভিযান চলে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্ত দেলোয়ার সেনবাগ উপজেলার শায়েস্তানগর গ্রামের বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্কের সূত্র ধরে ও বিয়ের আশ্বাসে ভিকটিমকে (২১) ধর্ষণ করে দেলোয়ার। তখন ভিকটিমের আপত্তিকর কিছু ভিডিওধারণ করে সে। পরে ওই ভিডিও দেখিয়ে তাকে পুনরায় একাধিকবার ধর্ষণ করে দেলোয়ার। পরে ভিকটিমের বিয়ের পর গত কয়েকদিন আগ থেকে দেলোয়ার তার স্বামীকে ভিডিওগুলো দেখিয়ে হুমকি ও চাঁদা দাবি করে আসছিল বলে অভিযোগ করেন গৃহবধূ।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার জানান, অভিযুক্ত যুবককে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন