জাতীয় ডেস্ক :
ঝালকাঠিতে বাড়ির পাশের ডোবা থেকে পারভীন আক্তার (২৫) নামে এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ অক্টোবর) সকালে সদর উপজেলার বেরমহল গ্রামে এ ঘটনা ঘটেছে।
পারভিন আক্তার ঝালকাঠি সদর উপজেলার বেরমহল গ্রামের প্রয়াত আবু হানিফের ছেলে তানজিল হাওলাদারের স্ত্রী। ঘটনার পর থেকে স্বামী তানজিল পলাতক।
ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খলিলুর রহমান জানান, গৃহবধূর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে পিটিয়ে ও গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী তানজিল হাওলাদার পলাতক রয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে ওসি আরও জানান, ঝালকাঠি সদর উপজেলার বেরমহল গ্রামের প্রয়াত আবু হানিফের ছেলে তানজিল হাওলাদারের সঙ্গে বিয়ে হয় চাঁদপুর জেলা সদরের কল্যাণদি এলাকার জিন্নাত আলী মোল্লার মেয়ে পারভিন আক্তারের। তাদের ১৮ মাস বয়সী এক কন্যা সন্তান রয়েছে।
এক বছর ধরে স্বামী ও শাশুড়ির সঙ্গে বিরোধ চলছিল ওই গৃহবধূর। এ অবস্থায় একমাস আগে পারভিন আক্তার সন্তানকে নিয়ে ঢাকায় চলে যান। কিছুদিন আগে তিনি জানতে পারেন স্বামী তাকে খোলা তালাক দিয়েছেন। এর সত্যতা যাচাই করতে মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে তিনি স্বামীর বাড়ির পাশের একটি ঘরে ওঠেন।
বুধবার সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। পারিবারিক বিরোধের জেরে রাতে পারভিনকে ডেকে নিয়ে তার স্বামী হত্যা করে পালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
গৃহবধূর লাশ মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।