হোম অন্যান্যসারাদেশ কালীগঞ্জে মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবির সাতক্ষীরায় একটি সম্ভাবনাময় জেলা

কালিগঞ্জ (সাতক্ষীরা ) প্রতিনিধি :

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেছেন উপজেলা হচ্ছে তৃণমূল পর্যায়ে সরকারের একটি প্রধানতম ইউনিট। সাধারণ মানুষের পাশে থেকে খুব সহজে কাজ করা যায় এবং সরকারের এজেন্ডা বাস্তবায়ন করা সম্ভব।

তিনি বলেন একজন বঙ্গবন্ধু বারবার জন্মায় না একজন শেখ হাসিনাও বার বার আসবে না। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নে উন্নত সমৃদ্ধ দেশের জন্য কাজ করব। দেশকে এগিয়ে নিয়ে যাব আগামী ৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে আরও সমৃদ্ধ উন্নত।

তিনি আরো বলেন, সাতক্ষীরায় একটি সম্ভাবনাময় জেলা এই জেলা থেকে চিংড়ি মাছ আম বিদেশে রপ্তানি হয়ে থাকে। পর্যটনশিল্পে সুন্দরবন এক অনন্য অসাধারণ মাঝে মাঝে জলবায়ু পরিবর্তনের ফলে এলাকায় বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় মানব সৃষ্ট সমস্যা সমাধান করা যায়। কিন্তু প্রকৃতির সঙ্গে পাল্লা দেওয়া যায় না।

তিনি বলেন সকল প্রকার খাল জলাশয় উন্মুক্ত থাকবে নদী খনন ও খাল খনন করে এলাকায় জলাবদ্ধতা নিরসন করা। তিনি বলেন শারদীয় দুর্গাপূজা বিধিনিষেধ মেনে উৎসবমুখর পরিবেশে সকালে উদযাপন করতে হবে। এজন্য আইন-শৃঙ্খলা দায়িত্বে নিয়োজিত থানা পুলিশ ও প্রশাসনকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। করোনাকালীন সময়ে আমরা স্বাস্থ্যবিধি নিয়ম মেনে মাক্স পড়ার কারণে রোগ ব্যাধি থেকে অনেক দূরে আছি এবং ভালো আছি প্রত্যেকটি টিকা নিতে হবে।

তিনি আরো বলেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নির্বাচনকে পহেলা বৈশাখ ঈদ উৎসব পূজা উৎসবের মতো উৎসবমুখর পরিবেশে নির্বাচন করতে হব। নির্বাচনের সময় কোন আইন শৃঙ্খলা বিঘ্ন হবে না তিনি জন্য সকলের সহযোগিতা চান। তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে নিতে আশাবাদ ব্যক্ত করেন। তিনি কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ১১ অক্টোবর সোমবার বেলা ২টায় কালীগঞ্জ উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাবে সরকারি কর্মকর্তা, সাংবাদিক মুক্তিযোদ্ধা জনপ্রতিনিধি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সুধী ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আহসান ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরীম আলী মুন্সী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট ,কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারি সফু ,কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম ,উপজেলা কৃষি কর্মকর্তা ইকবাল আহমেদ প্রমূখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখা সভাপতি শেখ আনোয়ার হোসেন, নলতা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান ,কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকলিমা খাতুন, রতনপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত সরকার, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হসেন খান, মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তা ,মুক্তিযোদ্ধা, সাংবাদিক ,জনপ্রতিনিধি ,ও সুধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন ষএর আগে জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির ভারতসিমলা ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিস পরিদর্শন করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন