হোম অন্যান্যসারাদেশ উপজেলা আওয়ামী লীগের সভাপতির পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র বাতিল

নড়াইল অফিস :

ভুল তথ্য দেয়ায় নড়াইলের লোহাগড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দীনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ১১ অক্টোবর সোমবার রিটার্নিং অফিসারের কার্যালযয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে গতকাল ১১ অক্টোবর রোববার মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এ নিয়ে দলীয় নেতা কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এ বিষয়ে জানতে চাইলে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো ওয়ালিউল্লাহ জানান, স্বতন্ত্র প্রার্থী হতে কমপক্ষে ১০০ জন ভোটারের স্বাক্ষরসংবলিত সমর্থন জমা দিতে হয়। তা থেকে নির্বাচন কমিশন দৈবচয়ন ভিত্তিতে ৫ জনের নাম পাঠায়ে স্বাক্ষর ঠিক আছে কি না। যাচাই করে দেখা গেছে এর মধ্যে একজন মৃত ও একজন বিদেশে। এ ছাড়া তার নামে মামলা আছে, কিন্তু তা তিনি গোপন করেছেন। তাই তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়ছে।

এ বিষয়ে জানতে মুন্সী আলাউদ্দীনের মুঠোফোনে কল দিয়ে বন্ধ পাওয়া গেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন