নড়াইল অফিস :
চিকিৎসা, ঔষধপত্রসহ নানা সহায়তা নিয়ে কিংবদন্তী চিত্রশিল্পী এস এস সুলতানের পালিত কন্যা নিহারবালার পাশে দাঁড়ালেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। অসুস্থ নিহার বালাকে দেখতে গিয়ে নগদ অর্থ সহায়তা প্রদানসহ যে কোন সমস্যায় তার পাশে থাকার আশ্বাস দেন।
চিত্রশিল্পী এস এম সুলতানের নামের পাশে যে নামটি অনেক বেশি শোনা যায় তিনিই নিহার বালা। জীবনের দীর্ঘ পথ পরিক্রমায় পরিশ্রান্ত, নিঃসঙ্গ শিল্পী সুলতানের জীবন সায়াহ্নে আলোকবর্তিকা হয়ে মৃত্যুঅব্দি শিল্পীকে পরম মমতায় সেবা শুশ্রƒষা দেয়া মহিয়ষী নিহারবালা বর্তমানে নাতির আশ্রয়ে প্রতিপালিত।
নিহার বালার চোখের আলো নিভে গেছে অনেক আগে। বয়সের ভারে নুয়ে পড়া দেহে নানা দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত নিহার বালাকে দেখতে জেলা প্রশাসক রবিবার সকালে নড়াইল শহরের মাছিমদিয়ায় নিহার বালার বাড়িতে যান। সেখানে কিছু সময় অতিবাহিত করেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এ সময় তিনি নগদ পাঁচ হাজার টাকা নিহারবালার হাতে তুলে দেয়ার পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে তার জন্য প্রতিমাসে পাঁচ হাজার টাকা বরাদ্দ করেন। এ ছাড়াও যে কোন প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মলয় কুন্ডু, এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি সেখ হানিফ, এস এম সুলতান বেঙ্গল আর্ট কলেজের অধ্যক্ষ অনাদি বৈরাগী,নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আরেফিন রানাসহ অন্যান্যরা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি নিহার বালাকে মাসিক পাঁচ হাজার টাকা ভাতা প্রদান করে আসছে।