কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
১০ অক্টোবর বিকাল ৪টায় কুশুলিয়া ফুটুবল মাঠে দেবহাটা উপজেলার গাজীরহাট প্রগতি সংঘ বনাম ভাতসালা ফুটবল একাদশের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়।
হাজার হাজার দর্শকের উপস্থিতিতে তুমুল প্রতিদ্বন্দীতা মূলক খেলায় গাজীর হাট প্রগতি সংঘ ১-০ গোলে ভাতসালা ফুটবল একাদশকে হারিয়ে জয়লাভ করে। সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
উদ্ধোধনী খেলাটি প্রধান অতিথি হিসাবে উদ্ধোধন করেন কুশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী কাওফিল আরা সজল।
খেলাটি পরিচালনা করেন ফিফা এ্যাসিসট্যান্ট রেফারী শেখ ইকবাল আলম বাবলু, সহকারী মিজানুর রহমান, পাপস সরকার ও সহিদুল। খেলাটি ধারা বর্ননায় ছিলেন শিক্ষক ইসমাইল হোসেন মিলন। টুর্নামেন্টে দ্বিতীয় খেলা আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে।