হোম জাতীয় বেইলি রোডে রেস্টুরেন্টে আগুন

জাতীয় ডেস্ক :

রাজধানীর বেইলি রোডে অবস্থিত বাণিজ্যিক ভবনের দ্বিতীয় তলায় একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর আধা ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নিয়ন্ত্রণে আনে।

রোববার (১০ অক্টোবর) বিকেল ৪টা ৪৭ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে বিকেল ৫টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে বলে গণমাধ্যমকে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি জানান, রাজধানীর বেইলি রোডের ১৫, নিউ বেইলি নাটক সরণি রোডের বাণিজ্যিক ভবনের দ্বিতীয় তলায় একটি রেস্টুরেন্টে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন