জাতীয় ডেস্ক :
রাজধানীর ভাটারায় বস্তাবন্দি এক নারীর নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর।
রোববার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। এ সময় তার হাত-পা বাঁধা অবস্থায় ছিল বলে জানায় পুলিশ।
এ বিষয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান জানান, ঢালীবাড়ি মহিলা মাদ্রাসার সামনের ফুটপাতে ওই নারীর মরদেহ পাওয়া যায়। মরদেহটি একটি প্লাস্টিকের বস্তায় ভরা ছিল। মরদেহের হাত-পা বাঁধা ছিল।
তিনি বলেন, নারীর পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্তের জন্য নিহত নারীর ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করছে সিআইডি। সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
এর আগে, রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ এলাকার একটি হোস্টেল থেকে মাহফুজা আক্তার (২৫) নামে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি গাজীপুর জেলায়। বাবার নাম নুর আহমেদ খান, তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং মা রওশন আরা গৃহিণী। এক ভাই দুই বোনের মধ্যে সে ছিল মেজ। তার পরিবার কদমতলী মুরাদপুরে থাকেন।
