হোম অন্যান্যসারাদেশ শিবপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় শুরু হতে যাচ্ছে শারদীয় দূর্গা উৎসব

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা সদর উপজেলা ৫ নং শিবপুর ইউনিয়ন হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইতিমধ্যে প্রতিমা তৈরীর শিল্পীরা দিনরাত অক্লান্ত পরিশ্রমে আর সাজ সাজ রবে তুলির আঁচড়ে সাজিয়ে তুলেছে রঙিন সাজে। ১১ অক্টোবর সোমবার ষষ্ঠীর মধ্যে শুরু হয়ে ১২ মঙ্গলবার সপ্তমী ১৩ ই অক্টোবর বুধবার অষ্টমী ১৪ অক্টোবর বৃহস্পতিবার মহানবমী ১৫ ই অক্টোবর শুভ বিজয় দশমী মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটবে ।

সরোজমিনে শিবপুর ইউনিয়নের বুধর ডাঙ্গা পূজা মন্ডপ ঘুরে দেখা যায়, মন্ডপ সাজানোর কাজে ব্যস্ত এলাকাবাসী।

নির্মল নামে এক ব্যক্তির কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা স্বতঃস্ফূর্তভাবে মন্ডপ সাজানোর কাজ করছি। কিন্তু, বৃষ্টির পানিতে তলিয়ে আছে পূজা মন্ডপের চত্বর। তারপরও আমরা কাজ চালিয়ে যাচ্ছি। পাশাপাশি এলাকার রাস্তাগুলো পানির নিচে ডুবে আছে। চলাচলে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন