ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১১ নভেম্বর। নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় টিকিট পেতে যাচ্ছেন বর্তমান চেয়ারম্যান এ্যাডভোকেট হিটলার গোলদার।
এই নির্বাচনকে ঘিরে শনিবার (০২ অক্টোবর) বেলা ১১টায় মূলঘরের ফলতিতায় ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনী বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় নৌকার প্রার্থী হিসেবে একমাত্র হিটলার গোলদারের নাম প্রস্তাব করা হয়। সভায় উপস্থিত সকলে সর্বসম্মতিক্রমে তাকেই সমর্থন করেছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
এসময় উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়মী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার কিসলু, যুগ্ম সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, শেখর রঞ্জন দেবনাথ। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মো: আবু বকর সাধারন সম্পাদক সুনির্মল পাড়ই প্রমূখ।
