হোম জাতীয় পদ্মা সেতু: ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পেল জমির দলিল

জাতীয় ডেস্ক :

পদ্মা সেতু নির্মাণের জন্য জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ হাজার ৪৪টি প্লট বরাদ্দ দেওয়া হয়। সেখানে ৩ বছর বসবাসকারীদের মধ্যে রেজিস্ট্রি দলিল হস্তান্তর করলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, মূল সেতুর কাজের অগ্রগতি প্রায় ৯৫ শতাংশ। আর প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮৮ ভাগ।

বাঙালির আত্মপ্রত্যয় ও সক্ষমতার স্মারক পদ্মা সেতু। যানবাহন ও রেল চলাচলের জন্য উপযোগী করতে কাজ চলছে পুরোদমে।

পাশাপাশি পদ্মা সেতুর কাজের জন্য ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের জন্য ৭টি পুনর্বাসন কেন্দ্রে স্কুল, মসজিদ ও হাসপাতালসহ নানা সুবিধা সম্বলিত প্লটের কাজও এগিয়ে চলছে।

এরই মধ্যে বরাদ্দ হওয়া প্লটে ২ হাজার ৯৬৫টি পরিবার বাড়িঘর করে বসবাস করছেন। ১০০ বাণিজ্যিক প্লটের মধ্যে ৮১টি বরাদ্দ হয়েছে। ৩ বছর প্লটে বসবাসকারীদের মাঝে রোববার (৩ অক্টোবর) জমির দলিল হস্তান্তর করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। স্থায়ী ঠিকানা পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান সুবিধাভোগীরা।

তারা বলছেন, আমাদের জায়গা জমি নিয়ে টাকা পয়সা ঠিক মতোই দিয়েছে। যেভাবে দেওয়ার কথা ছিল, তার চেয়ে অনেক ভালো পেয়েছি। আমরা অত্যন্ত খুশি হয়েছি।

মুন্সীগঞ্জ-২ আসন সাংসদ অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি বলেন, অর্থের বাহিরেও সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। পানি, স্কুল, মসজিদ, বিদ্যুৎ সব কিছুই দেওয়া হয়েছে।

৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ সেতুতে সড়ক পথের ৫ হাজার ৮৩৪টি শেয়ার পকেটের মধ্যে ৪ হাজার ৫৮৮টি সম্পন্ন। অগ্রগতি ৭৯ শতাংশ। এছাড়া ১২ হাজার ৩৯০টি প্যারাপেট ওয়াল-রেলিংয়ের ৮ হাজার ৪৮৬টি স্থাপন হয়েছে। যার অগ্রগতি ৬৮ শতাংশ। আগামী জুনের মধ্যেই কোটি কোটি মানুষের ভাগ্য বদলে দেয়ার পদ্মা সেতু চালু হবে বলে জানালেন সেতুমন্ত্রী ও পদ্মা সেতু প্রকল্প পরিচালক।

ওবায়দুল কাদের বলেন, আগামী নভেম্বর মাস থেকে পদ্মা সেতুর কার্পেটিং শুরু হবে। জুনের আগেই আমরা পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ করতে পারবো বলে আশা করছি। এছাড়া প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮৮ ভাগ যথা সময়ে শেষ করতে পারবো বলে আশা রাখি।

পদ্মা সেতু প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, অনেক কিছুই করার চেষ্টা করেছি যাতে যারা তাদের প্রাণপ্রিয় জমি দিয়ে দিয়েছেন, তাদেরকে যেন আমরা কিছুটা হলেও ক্ষতিপূরণ দিতে পারি।

পুনর্বাসন কেন্দ্রগুলোতে প্লট সংখ্যা ৩ হাজার ১১টি। এর মধ্যে বিনামূল্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৮১৪টি। পদ্মা সেতুর জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ৮২৩ পরিবারের স্থায়ী ঠিকানার দলিল প্রদান করা হয়েছে। বাকিদের দলিল রেজিস্ট্রি করে দেওয়া হবে প্লটে বসবাস তিন বছর পূর্ণ হওয়া সাপেক্ষে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন