মোংলা প্রতিনিধি :
নিষেধাজ্ঞা সামনে রেখে মোংলায় বেড়েছে ইলিশের দাম। শেষ মুহুর্তে কেনাকাটায় মাছ বাজারে ভিড় করেছে সাধারণ ক্রেতারা।
আগামীকাল ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুদ নিষিদ্ধ থাকবে। একারণে মোংলার মাছ বাজারে ইলিশের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা।
মোংলা পোর্ট মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ আফজাল ফরাজিও তা স্বীকার করে বলেন, যেহেতু মোংলা নদীসহ সুন্দরবন সংলগ্ন নদ-নদীতে ইলিশ পাওয়া যাচ্ছেনা, তাই মোকাম থেকে তাদের বেশি দামে ক্রয় করতে হচ্ছে। একারণে তাদের ব্যবসায়ীরাও বেশি দাম ইলিশ বিক্রি করছেন।
রবিবার (৩ অক্টোবর) মোংলা মাছ বাজার ঘুরে দেখা গেছে, দেড় কেজি ওজনের ইলিশের দাম ১৮০০ থেকে ১৯০০ এবং এক কেজি ওজনের ইলিশের দাম ১৪০০ থেকে ১৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
সাধারণ ক্রেতা নিজাম উদ্দিন ও ওয়াসিম আরমান বলেন, গত সপ্তাহের তুলনায় বাজারে এখন প্রচুর দামে ইলিশ বিক্রি করছেন ক্রেতারা। একটা ইলিশ মাছ কিনতে দৈনিন্দন বাজারের খরচ বেড়েছে তাদের। এক্ষেত্রে প্রশাসনের নজর দেওয়া উতিচ বলে মন্তব্য করেন তারা।
মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম বলেন, সাগর ও নদীতে ইলিশের প্রজনন বৃদ্ধি করতে আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এসময়ে যারা ইলিশ ধরবে এবং ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুদ করবে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হবে। নদীতেও অভিযান চালানো হবে।
এই নিষেধাজ্ঞার আগের দিন যারা ইলিশ বেশি দামে বিক্রি করছে। তাদের ক্ষেত্রে এই মুহুর্তে আমাদের কিছু করার নেই বলেও জানান তিনি।
