হোম ফিচার আশাশুনিতে কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হওয়া ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের পরিচালক মিন্টু অবশেষে পুলিশের খাচায় বন্দি

আশাশুনি প্রতিনিধি :

আশাশুনির কোটি টাকা হাতিয়ে নিয়ে দীর্ঘদিন উধাও হয়ে যাওয়ার পর শ্রীউলার নাকতাড়া বাজারস্থ পি ফাউন্ডেশন ও ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং এর পরিচালক মহিবুল্লাহ মিন্টু অবশেষে থানা পুলিশের খাচায় বন্দি হয়েছে।

তথ্য অনুসন্ধানে জানা গেছে, প্রতাপনগর ইউনিয়নের হিজলিয়া গ্রামের মৃত আব্দুল আজিজ আকুঞ্জির পুত্র মিন্টু শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া কালিবাড়ি বাজারে দীর্ঘ ১০ বছর যাবত পি ফাউন্ডেশন সমিতি খুলে ডিপিএস এর নামে গ্রাহকদের নিকট থেকে কোটি টাকার জামানত গ্রহণ করে। ডিপিএসের মেয়াদোত্তীর্ণ হবার পর গ্রাহকদের টাকা ফেরত না দিয়ে তাল বাহানা শুরু করেন।

এছাড়া মিন্টু একই স্থানে ডাচ বাংলা এজেন্ট ব্যাংক খুলে শেয়ার দেওয়ার নাম করে লক্ষ লক্ষ হাতিয়ে নিয়ে উধাও হয়ে যান। সম্প্রতি ডাচবাংলার কর্তৃপক্ষ মিন্টুর বিভিন্ন অনিয়মের কারনে ব্যাংকটিতে তালা মেরে কার্যক্রম স্থগিত করেন। এরপর থেকে মিন্টু একেবারে আত্মগোপনে চলে যান।

গত শুক্রবার মিন্টু গোপনে এলাকায় আসলে প্রতারণার শিকার শতশত গ্রাহক তাকে আটক করে কোলা গ্রামের দিপক সরকারের বাড়িতে আটকে রেখে পুলিশে খবর দেন।

শনিবার সকাল ১০টায় থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির, এসআই জাহাঙ্গীর সেলিমসহ একদণ পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছেন।

কোলা গ্রামের স্থানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম জানান- প্রতারণার শিকার গ্রাহকরা প্রথমে আমাকে ঘটনাটি জানান। আমি বিষয়টি মিমাংসা করতে অপারগতা প্রকাশ করায় গ্রাহকরা তাকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছেন।

থানা অফিসার ইনচার্জ গোলাম কবিরের সাথে কথা হলে তিনি জানান- বিভিন্ন অভিযোগের বিষয়ে তাকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এদিকে শনিবার বিকালে শতশত গ্রাহক আশাশুনি থানার মুল ফটকের সামনে পাওনা সঞ্চয়ের টাকা ফেরত পাওয়ার দাবিতে জড়ো হতে দেখা গেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন