হোম জাতীয় ট্রাকচাপায় প্রাণ হারালেন ২ মোটরসাইকেল আরোহী

জাতীয় ডেস্ক :

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আনালিয়া বাড়ি এলাকায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কালিহাতি উপজেলার আনালিয়া বাড়ি এলাকার মফিজ মিয়ার ছেলে শাহিন এবং একই উপজেলার চিনামুরা এলাকার লেবু মিয়ার ছেলে রনি।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনর্চাজ নবিন হোসেন জানান, শুক্রবার বিকেলে এলেঙ্গা থেকে একটি মোটরসাইকেল নিয়ে রনি ও শাহিন যমুনা সেতুর দিকে যাওয়ার সময় মহাসড়কের আনালিয়াবাড়ি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটি চাপা দিয়ে চলে যায়। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী দুইজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। তবে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তাদের দুজনেরই মৃত্যু হয়।

পুলিশ কর্মকর্তা নবিন জানান, নিহদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। আইনির প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন