নড়াইল অফিস :
নড়াইল সদর হাসপাতালের তত্ববাবধায়ক ডাঃ আসাদ-উজ-জামান মুন্সীর বাড়িতে বৃহস্পতিবার গভীররাতে চুরি সংঘটিত হয়েছে। শহরের মহিষখোলার নিজ বাড়িতে এ চুরি সংঘটিত হয়। চোরেরা ঘরের ভেতরের ২টি আলমারি ভেঙ্গে প্রায় দুইলক্ষ টাকা নগদ এবং সাড়ে ৭ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।
ডা:আসাদ-উজ-জামান মুন্সী বলেন, বাড়ির কাজ চলছে বিধায় রাতে কেউ বাড়িতে ছিলামনা। বাড়িতে কেউ না থাকায় চোরেরা দরজার সিটকানি ভেঙ্গে ঘরে প্রবেশ করে ২টি আলমারি ভেঙ্গে নগদ টাকা এবং স্বর্ণালংকার নিয়ে যায়। সব মিলিয়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে বলে তিনি জানান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।