হোম খেলাধুলা সাফে তপু বর্মণের গোলে এগিয়ে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক :

সাফ চ্যাম্পিয়নশিপে শুক্রবার (১ অক্টোবর) নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ফুটবল দল। মালদ্বীপ জাতীয় স্টেডিয়ামে জামাল ভূঁইয়ারা বেশ কয়েকটি জোড়ালো আক্রমণ করলেও গোলশূন্যভাবেই প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধের ১০ মিনিট অতিবাহিত হতে না হতেই পেনাল্টি পেয়ে যায় অস্কার ব্রুজনের শিষ্য্রা। সেখান থেকে দলকে এগিয়ে নেন তপু বর্মণ।

খেলা মালদ্বীপে হলেও দেখে বুঝার উপায় নেই যে এটি বাংলাদেশ নয়, গ্যালারিতে লাল-সবুজের জার্সি গায়ে শত শত ফুটবলপ্রেমী। সে কারণেই হয়তো অস্কার ব্রুজনের শিষ্যরা বাড়তি উদ্দীপনা পেয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে। বারপোস্টে শটের হিসাবে এগিয়েছিল জামাল বাহিনী। অস্কার ব্রুজনের শিষ্যরা লক্ষ্যে একোটি শট নিলেও শ্রীলঙ্কাকে ডিফেন্ডাররা এ ধরনের কোনো সুযোগই দেননি।

৩৯তম মিনিটে বাংলাদেশের রাকিব হোসাইন শ্রীলঙ্কার দুই ফুটবলারকে পরাস্ত করে ডি বক্সের ভেতর বল নিয়ে ঢুকে যান। সেখান থেকে তিনি পাস দেন বারপোস্টের কিছু দূরে দাঁড়িয়ে থাকা সতীর্থকে। তাৎক্ষণিকভাবে শট নিলেও বল এক ডিফেন্ডারের পায়ে লেগে আবার ফিরে আসে, সেটিতেও শট নেন রাকিব সতীর্থ, সেই মুহূর্তে লঙ্কান ডিফেন্ডার জোড়ালো শটে দলকে বিপদ থেকে মুক্ত করেন।

প্রথমার্ধের যোগ করা সময়ে দৃষ্টিনন্দন আক্রমণ করে বাংলাদেশ। প্রায় মাঝমাঠ থেকে ভেসে আসা বলে দুর্দান্ত হেড করেন জুয়েল রানা। তবে তার হেড কর্নারের বিনিময়ে প্রতিহত করেন প্রতিপক্ষ দলের গোলরক্ষক। তাতে মাথায় হাত জুয়েল রানার, হতাশ বাংলাদেশি দর্শকরাও।

বিরতি থেকে ফেরার পর সবচেয়ে বড় সুযোগটি তৈরি করে শ্রীলঙ্কা। ৫০তম মিনিটে প্রায় মাঝমাঠ থেকে নেওয়া কাভিন্দু ইশানের শট বাংলাদেশের পোস্টের একটু উপর দিয়ে যায়। পর মুহূর্তে ইব্রাহিমও এমনটি শট নিয়েছিলন শ্রীলঙ্কার জালে, তবে সেটি ছিল অপেক্ষাকৃত কাছ থেকে।

৫৬তম মিনিটে দুই ডিফেন্ডারের সঙ্গে সঙ্গে বলের কাছে ছুটছিলেন ইব্রাহিম। লঙ্কানদের এক খেলোয়াড় পড়ে যাওয়ায় বল হাতে লাগায় পেনাল্টি পায় বাংলাদেশ। রেফারিও কোনো ধরনের ইতস্তত করেননি বাঁশি বাজাতে। সেখান থেকে সফল শটে বাংলাদেশকে এগিয়ে নেন সার্জিও রামোসখ্যাত তপু বর্মণ। লঙ্কান গোলরক্ষককে ডানে পাঠিয়ে বাম প্রান্তে শট নেন রক্ষণভাগের খেলোয়াড়।

এএফসি চ্যাম্পিয়নশিপে মাসখানেক আগে মালদ্বীপে তিনটি ম্যাচ খেলে এসেছে বসুন্ধরা কিংস। সেই দলের অনেক খেলোয়াড় ও কোচিং স্টাফ আছেন জাতীয় দলে। তাই চেনা কন্ডিশনে লঙ্কানদের সঙ্গে জয় অসম্ভব কিছু না বলে মনে করেন বাংলাদেশের সাবেক তারকা শেখ মোহাম্মদ আসলাম। আসলাম বলেন, আশা করি এই দলের মাধ্যমে সাফের শিরোপা পুনরুদ্ধার হবে, এখনই সেই সময়। দলকে শুভকামনা জানাই।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন