জাতীয় ডেস্ক :
তালা ভেঙে হলে প্রবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অমর একুশে হলের শিক্ষার্থীরা। শুক্রবার (১ অক্টোবর) দুপুরের পর থেকে শিক্ষার্থীরা হলে প্রবেশ করতে থাকেন।
সূত্র জানায়, আগামী ৫ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের সব আবাসকি হল খোলার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু অনেক শিক্ষার্থী না মানতে নারাজ। কারণ যারা ঢাকায় বাসা ভাড়া করে থাকেন তাদের এ কারণে এক মাসের অতিরিক্ত বাসা ভাড়া দিতে হবে।
তাই অমর একুশে হলের শিক্ষার্থীরা তালা ভেঙে হলে প্রবেশ করেছেন। হল প্রশাসনের পক্ষ থেকে তাদের হল ত্যাগ করার অনুরোধ জানালেও তাতে তারা কর্ণপাত করেননি।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূঁইয়া সময় সংবাদকে বলেন, আমি বিষয়টি জানার পর অমর একুশে হলের প্রাধ্যক্ষ ড. ইসতিয়াক এম সৈয়দের অনুরোধে হলের শিক্ষার্থীদের সাথে কথা বলতে যাই। কিন্তু আমাদের অনুরোধের পরও তারা হল ছাড়বে বলে জানায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, আমি বিষয়টা জেনেছি। হল প্রসাসনকে তাদের সঙ্গে কথা বলে সমাধান করতে বলা হয়েছে। আমি বিশ্বাস করি যে কোনো নিয়মিত, মেধাবী শিক্ষার্থী এ কাজগুলো করবে না।
তিনি আরও বলেন, তারা কারা, তাদের পরিচয় কি, তারা কোন উদ্দেশ্যে এটা করছে এসব তথ্য জানার চেষ্টা চলছে। সবকিছু জেনে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।