ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে বিভিন্ন মাহিন্দ্রা থেকে ব্যাটারী চুরির ঘটনায় চালকদের মধ্যে ব্যাটারী চুরি আতংক বিরাজ করছে।
ভুক্তভোগীরা জানায়, বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে কে বা কাহারা পাগলা-শ্যামনগর গ্রামের দীঘির পাড় নামক এলাকায় সিহাব শেখের মাহিন্দ্রা থেকে একটি ব্যাটারী চুরি করে নিয়ে গেছে।
অপরদিকে একই রাতে একই এলাকা থেকে নজরুল ইসলামের মাহিন্দ্রার ব্যাটারী চুরি করে নিয়েগেছে চোর চক্রটি। মাহিন্দ্রা চালক খায়রুল শরিফ জানান, একটি ব্যাটারীর মূল্য ৭ হাজার থেকে ১০হাজার টাকা পর্যন্ত। এভাবে গাড়ী থেকে ব্যাটারী চুরি হলে চালকদের আর্থিক ক্ষতি হবে।
এছাড়া পাগলা শ্যামনগর এলাকা থেকে গত বুধবার রাতের আধারে কে বা কাহারা রাজ্জাক মোল্লার জমিতে বসানো একটি স্যালো মেশিন চুরি করে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।