হোম অন্যান্যসারাদেশ নড়াইলে এস এম সুলতান নৌকা বাইচ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

নড়াইল অফিস :

বিশ্ব পর্যটন দিবসে আগামী ২ অক্টোবর (শনিবার) অনুষ্ঠিত হবে এস এম সুলতান নৌকা বাইচ প্রতিযোগিতা। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশ্ব পর্যটন দিবস -২০২১ উপলক্ষে নৌকা বাইচ এর আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ফকরুল হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু,জেলা প্রেসক্লাবের সভাপতি খয়রুল আরেফিন রানা প্রমুখ।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান জানান, আগামী ২ অক্টোবর শনিবার দুপুর ২ টায় চিত্রা নদীর শেখ রাসেল সেতু থেকে এস এম সুলতান সেতু পর্যন্তু নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্ভোধন করা হবে।

এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো: মাহাবুব আলী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নড়াইল -২ আসনের সংসদ মাশরাফি বিন মোর্ত্তজা।

এ প্রতিযোগিতায় ১ম পুরস্কার থাকছে একটি মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার ফ্রিজ। এছাড়া অংশগ্রহকারীদের জন্য থাকবে সৌজন্য পুরস্কার।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন