হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে জাতীয় কন্যা শিশু দিবস-২০২১ উপলক্ষে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা সানজিদা বেগম। ্এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমিতাই ইয়াসমিন।

প্রশিক্ষক শান্তা দাশের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি ফজিলুতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু প্রমূখ।

এসময় মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক লুৎফুন্নাহার দুলু, ক্রেডিট সুপারভাইজার অপূর্ব কুমার ঘোষ, অফিস সহকারি খাদিজা খাতুন সহ বিভিন্ন নারী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন