আশাশুনি প্রতিনিধি :
আশাশুনিতে হাঁডিভাঙ্গা-সবদলপুর সার্বজনীন রাধাকৃষ্ণ মন্দিরে জেলা পরিষদের আর্থিক সহায়তা প্রদান ও নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সন্ধ্যায় জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলামের নির্দেশনায় মন্দির পরিচালনা কমিটির সভাপতি নিখিল চন্দ্র মন্ডল ও সাধারণ সম্পাদক মহানন্দ সরকারের হাতে দেড় লক্ষ টাকার আর্থিক সহায়তার চিঠি প্রদান করেন জেলা পরিষদের সদস্য আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মহিতুর রহমান। চিঠি হস্তান্তর শেষে নির্বাচনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমাজসেবক ভূপতি মোহন মল্লিক।
মহিতুর রহমান তার বক্তব্যে বলেন, আমি আওয়ামী পরিবারের সন্তান। ছাত্র জীবন থেকেই আ’লীগের রাজনীতির সাথে জড়িত। ছাত্রলীগের সভাপতি থাকাকালীন জামায়াত বিএনপির বিরুদ্ধে দলীয় সকল আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। ২০১৩-১৪ সালের জামায়াত-শিবিরের তান্ডব রাজপথে থেকে মোকাবেলা করেছি। বিরোধী দলে থাকতে হামলা মামলা নির্যাতন সব কিছু সয়েছি। ইউনিয়ন পরিষদ নির্বাচন আসন্ন।
মানবতা ও উন্নয়নের নেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মূল্যায়ন করে নৌকা প্রতীকে মনোনীত করেন তবে আমি যেমন জেলা পরিষদে থেকে জনগণের সেবা দিয়ে যাচ্ছি ঠিক তেমনি ভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হয়ে জনগণের সেবা করে যাব। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নব কুমার, আছাদুল ইসলাম, দীপঙ্কর মল্লিক, দীপন মন্ডল, সঞ্জয় কুমার, গোপাল মন্ডল প্রমূখ।