স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
মাত্র কদিন পরেই শারদোৎসব। এ বছর ১১ই অক্টোবর শুরু হতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজো । আর এই দূর্গাপূজোকে সামনে রেখে সারাদেশের মতো কেশবপুরে প্রতিমা শিল্পীরা ব্যস্ত সময় অতিবাহিত করছে। কেশবপুর উপজেলায় এবছর ৯৮ টি পূজা মন্ডপে পূজার প্রস্তুতি চলছে।
এর মধ্যে কেশবপুর পৌরসভায় ৮ টি, ১নং ত্রিমোহিনী ইউনিয়নের ১ টি, ২নং সাগরদাঁড়িইউনিয়নের ১৩ টি, ৩নং মজিদপুর ইউনিয়নের ৭ টি, ৪নং বিদ্যানন্দকাঠী ইউনিয়নের ৬টি, ৫নং মঙ্গলকোট ইউনিয়নের ৪ টি, ৬ নং কেশবপুর সদর ইউনিয়নের ৭ টি, ৭ নং পাঁজিয়া ইউনিয়নের ৯ টি, ৮ নং সুফলাকাঠী ইউনিয়নের ১১ টি, ৯ নং গৌরিঘোনা ইউনিয়নের ১১ টি, ১০ নং সাতবাড়িয়া ইউনিয়নের ১১ টি, ১১ নং হাসানপুর ইউনিয়নের ১১ টি পূজা মন্ডপে চলছে পূজার প্রস্তুতি। প্রতিমা গুলোতে চলছে রং তুলির কাজ। এ বছর করোনার প্রাদুর্ভাবের কারণে সরকারি পূজা পরিষদের নির্দেশনা মেনেই চলছে পূজার কাজ। তবে গত বছরের থেকে এ বছর কেশবপুরে পূজার সংখ্যা বেড়েছে।
কেশবপুর কেন্দ্রীয় মন্দিরের দূর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল চন্দ্র সাহা বলেন মন্দিরে প্রতিমাতে রং তুলির কাজ চলছে। পূজার প্রস্তৃতি পুরোদমে চলছে।
কেশবপুর পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক গৌতম রায় বলেন কেশবপুর উপজেলায় মোট ৯৮ টি পূজা মন্ডপে পূজার প্রস্তৃতি চলছে।