হোম অন্যান্যসারাদেশ কালীগঞ্জে সরকারি সেবা দানকারী কর্মকর্তাদের সমন্বয়ে স্থানীয় পর্যায়ে জনসভা কার্যক্রম বাস্তবায়নে দু’দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

অগ্রগতি সংস্থার বাস্তবায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশন এর আর্থিক সহযোগিতায সরকারি সেবাদানকারী কর্মকর্তাগণের সমন্বয়ে স্থানীয় পর্যায়ে জনসেবা কার্যক্রম বাস্তবায়নে সরকারি নীতি নির্দেশনা ও মনিটরিং সংক্রান্ত দুই দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।

১৫ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ রিয়াল ১৫ ও ১৬ সেপ্টেম্বর দু’দিনব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা ইকবাল আহম্মেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, অগ্রগতি সংস্থার প্রজেক্ট কো-অর্ডিনেটর অক্ষয় কুমার, সরকার কালিগঞ্জ অগ্রগতি সংস্থার কালিগঞ্জ সমন্বয়কারী আব্দুস সালাম প্রমূখ। প্রশিক্ষণে উপজেলা বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সচিব, সামাজিক উদ্যোগ ফোরামের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন