আন্তর্জাতিক ডেস্ক :
ভারতে একদিনেই এক কোটির বেশি করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে। শনিবার (২৮ আগস্ট) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এমন খবর দিয়েছে।
তুরস্কের গণমাধ্যম আনাদুলুর খবরে বলা হয়, ভারতে এক দিনে এক কোটি ৬৪ হাজার ৩২টি করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে। এ নিয়ে সর্বমোট ডোজ দেওয়া হয়েছে ৬২ কোটি। এটিকে গুরুত্বপূর্ণ কৃতিত্ব বলে আখ্যায়িত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এক টুইটবার্তায় তিনি বলেন, আজ শুক্রবার (২৭ আগস্ট) রেকর্ডসংখ্যক টিকার ডোজ দেওয়া হয়েছে। একদিনে এক কোটি ডোজ দেওয়ার বিশাল কৃতিত্ব অর্জিত হয়েছে। যারা টিকা নিয়েছেন ও যারা টিকা বিতরণ করেছেন—এই মাইলফলক তাদের জন্য গৌরবের।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মন্দাভিয়া বলেন, স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রম এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবাইকে বিনামূল্যে টিকা দেওয়ার উদ্যোগ এখন ফল দিচ্ছে।
কোউইন পোর্টালের দেওয়া তথ্য অনুযায়ী ভারতে এখন পর্যন্ত ১৪ কোটির কিছু বেশি মানুষ কোভিড টিকার ২টি ডোজই পেয়েছেন।
জুনে দেশটির কেন্দ্রীয় সরকার ১৮-র বেশি বয়সী সবাইকে বিনামূল্যে টিকা দেওয়া শুরু করলে এবং রাজ্য সরকারগুলোর কাছ থেকে টিকাদান কর্মসূচির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিলে দেশটির টিকাদান কর্মসূচি গতি পায়।
সংক্রমণের তৃতীয় ঢেউ নিয়ে আতঙ্কে থাকা ভারত চলতি বছরের মধ্যেই দেশটির সব প্রাপ্তবয়স্ককে টিকার দুটি ডোজই দিয়ে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। এ লক্ষ্যেই তাদের টিকাদান কর্মসূচি এগিয়ে চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
শুক্রবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ৬৫৮ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি ২৬ লাখে।
এছাড়াও শুক্রবার ভারতে ৪৯৬ জনের মৃত্যু হয়েছে করোনায়। এ নিয়ে সেখানে মোট প্রাণহানির সংখ্যা বেড়েছে চার লাখ ৩৬ হাজার ৮৬১ জনে।
