ঝালকাঠি প্রতিনিধি :
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ঝালকাঠির রাজাপুরে গণমাধ্যম কর্মীদের নিয়ে মৎস্য বিভাগের অবদান বিষয়ক মতবিনিময় সভা করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। ‘‘বেশি বেশি মাছ চাষ করি,বেকারত্ব দূর করি ” এই স্লোগানকে সামনে রেখে আজ শনিবার বেলা ১১ টায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যলয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জি,এম,সেলিম জানান, বাংলাদেশের সমুদ্র জলসীমার পরিমান ১,১৮,৮১৩ বর্গ কিঃ মিঃ যা বাংলাদেশের মূল ভুখন্ডের প্রায় ৮০ ভাগের উর্দ্ধে। রাজাপুর উপজেলার ১,৪৮,৪৯৪ জন জনসংখার জন্য মাছের চাহিদা বৎসরে ২৭৩১.৬৯ মেঃ টন। উপজেলার মুক্ত ও বদ্ধ জলাশয়ে মোট উৎপাদিত মাছের পরিমাণ ২৮১৭.৭৯ মেঃ টন। আগামী ২০২৫ সালে ৩২০০ মেঃ টন উৎপাদন লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ করছি। মৎস্য সপ্তাহ উপলক্ষে সারা দেশের ন্যায় রাজাপুরে নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জি,এম,সেলিম,সহকারী মৎস্য অফিসার মোঃ মোজাম্মেল হক ও মেরিন ফিশারিজ অফিসার প্রমুখ। এছাড়াও সভায় প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
