ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের অভিযানে চোলাই মদসহ রুবেল শেখ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার হয়েছে। উপজেলার আট্টাকী চৌধুরী পাড়ায় ভৈরব নদীর পাশ থেকে পুলিশ উপ-পরিদর্শক রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করেন।
পুলিশ জানায়, আট্টাকী গ্রামের বাবু শেখের পুত্র রুবেল শেখ মাদক বিক্রয়কালে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। রুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা নং ২০/তাং-২৫/০৮/২০২১।
মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে দুই বোতল চোলাই মদসহ রুবেলকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।
এদিকে আটক যুবকের পরিবারের পক্ষ থেকে দাবী, রুবেল শেখ পেশায় মাছ শিকারী সে মাদক কারবারের সাথে যুক্ত নন। তাকে কেউ ফাঁসিয়েছে বলে জানান।