কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০২০-২১ অর্থ বছরে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্প এর আওতায় বুধবার (২৫ আগষ্ট) বিকাল ৪ টায় বামনখালিতে ’ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান কলেজ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা-কলারোয়া সাবেক সংসদ সদস্য বি,এম নজরুল ইসলাম, খামার বাড়ি সাতক্ষীরা উপ-পরিচালক কৃষিবিদ নুরুল ইসলাম।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলামের স্বাগত বক্তব্য শেষে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমীন, যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, জালালাবাদ ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালামসহ সূধিবৃন্দ ও প্রান্তিক কৃষকগণ।
বক্তারা, ফসলের নিবিড়তা ও উৎপাদনশীলতা বৃদ্ধিকরণে একাধিক ফসলীভিত্তিক ফসলধারায় বিভিন্ন ফসল উৎপাদনের উপর গুরুত্ব আরোপ করেন। সমাবেশ শেষে ৫০ জন প্রান্তিক কৃষক পরিবারের মাঝে পরিবার প্রতি ২ হাজার ৮ শত টাকাসহ সনদপত্র প্রদান করা হয়েছে। মাঠ দিবসে আইপিএম এর উপাদান সমূহ’র স্টল পরিদর্শন শেষে অতিথিবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।
