মোহাম্মদ আরীফুল ইসলাম, কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জে বেড়াতে এসে গণধর্ষণের শিকার হয়েছেন এক নারী। কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল নামাপাড়া জামতলা এলাকায় এ ঘটনাটি ঘটে।
কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের তাৎক্ষণিক অভিযানে ২ ধর্ষক কে গ্ৰেফতার করা হয়। তারা হল, ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বালিয়াপাড়া গ্রামের হাসমতের ছেলে রাকিব (২০) ও গাইটাল এলাকার রমজান মিয়ার ছেলে রুবেল (২৪)।
এ ঘটনায় আরো ২ আসামী পলাতক রয়েছেন বলে জানা যায়। তারা হলো, কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল নামাপাড়া এলাকার সুরুজ মিয়ার ছেলে রিয়াদ (২৫) ও উপজেলার বৌলাই এলাকার জমসেদ মিয়ার ছেলে সানি (৪০)।
জানা যায়, রবিবার দিবাগত রাত ২ টায় গণধর্ষণের শিকার ঐ নারী গাইটাল বাসস্ট্যান্ড এলাকায় একটি হোটেলে রাতের খাবার খেয়ে অটোরিকশায় চলে যাওয়ার সময় কয়েক বখাটে তার পিছু নেয়।
পরে অটোরিকশা চালক কে জোরপূর্বক নামিয়ে দিয়ে গাইটাল নামাপাড়া জামতলা এলাকায় নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করেন ওই নারীকে। সিএনজি চালক মোবাইল ফোনে পুলিশকে গণধর্ষণের খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধর্ষক রাকিবকে আটক করে। রাকিবের তথ্য মতে আরেক ধর্ষক রুবেলকে গাইটাল এলাকা থেকে আটক করেন পুলিশ। এ সময় অন্য ২ ধর্ষক পালিয়ে যায়।
ধর্ষিতার মামা বাদী হয়ে সোমবার কিশোরগঞ্জ মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ২ জন কে গ্ৰেফতার করতে সক্ষম হয়। ঘটনার সাথে জড়িত পলাতক ২ আসামীকে গ্ৰেফতার করতে অভিযান চলছে।
