হোম অন্যান্যসারাদেশ খুলনা বিশ্ববিদ্যালয় স্বাধীনতা শিক্ষক পরিষদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক লাখ টাকা অনুদান চেক হস্তান্তর

খুলনা বিশ্ববিদ্যালয় স্বাধীনতা শিক্ষক পরিষদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক লাখ টাকা অনুদান চেক হস্তান্তর

কর্তৃক
০ মন্তব্য 162 ভিউজ

খুলনা অফিস :

করোনা ভাইরাসের বর্তমান মহামারী পরিস্থিতিতে দেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানবিক আবেদনে সাড়া দিয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ০১ লাখ টাকার চেক খুলনা জেলা প্রশাসনের মাধ্যমে হস্তান্তর করছে খুলনা বিশ্ববিদ্যালয় স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)।

পরিষদের সভাপতি প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. আশীষ কুমার দাশ বৃহস্পতিবার খুলনা জেলা প্রশাসক মোহাম্মাদ হেলাল হোসেনের হাতে তাঁর কার্যালয়ে এ চেকটি হস্তান্তর করেন। জেলা প্রশাসক প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এ অনুদান প্রদানের জন্য স্বাশিপকে ধন্যবাদ জানান এবং সমাজের সকল বিত্তবানদেরকে মানবিক সহায়তায় এগিয়ে আসার জন্য আহবান জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন