কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়া পৌরসভার আয়োজনে নগর সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা প্র্যাকটিক্যাল এ্যাকশন ও সিমাভি’র (simavi) সহযোগীতায় বৃহস্পতিবার (১৯ আগষ্ট) সকাল ১১ টায় পৌর হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন, কাউন্সিলর শেখ জামিল হোসেন, নারী প্যানেল মেয়র ফারহানা হোসেন, কাউন্সিলর জি,এম শফিকুল ইসলাম, সন্ধ্যা রানী বর্মন, রফিকুল ইসলাম, মেজবাহউদ্দীন নিলু, আকিমুদ্দী আকি, ইমাদুল ইসলাম, আলফাজ হোসেন, দীতি খাতুন, আসাদুজ্জামান তুহিন, পৌর প্রকৌশলী ওয়াজিহুর রহমান, পৌর সচিব তুষার কান্তি দাশ, হিসাব রক্ষক ইমরুল হোসেন, সমাজ সেবক মাহফুজুর রহমানসহ এনজিও কর্মকর্তাগণ । সভায়, নগর পরিষ্কার – পরিচ্ছন্নতাসহ বিভিন্ন নাগরিক সেবামূলক কাজের পর্যালোচনা করা হয়েছে বলে জানা যায়।
