কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
এই বাংলায় আকাশ, বাতাস, সাগর গিরি ও নদী ডাকিছে তোমারে বঙ্গবন্ধু ফিরিয়া আসিতে যদি ,, পিতা তোমাকে হারানোর বেদনার রেস বহমান অনন্তকাল ।বেসরকারি উন্নয়ন সংগঠন সুশীলনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
সুশীলনের সঞ্চয় ও ঋণদান কার্যক্রমের সদস্যদের অংশগ্রহণে সকাল সাড়ে ৮টায় কালিগঞ্জ বঙ্গবন্ধু ম্যুরাল এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে সকাল ১০টায় কালিগঞ্জ সুশীলনের আঞ্চলিক কার্যালয় সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টুর সভাপতিত্বে এরিয়া ম্যানেজার রিয়াজুল ইসলামের সঞ্চালনায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন আইন সরকারি সৈয়দ মাহমুদুর রহমান ,এরিয়া ম্যানেজার ২ শেখ আবু জাফর সিদ্দিকী ,সেন্টার ম্যানেজার অমল সরকার অভ্যন্তরীণ অডিট কর্মকর্তা রবীন্দ্রনাথ বিশ্বাস হিসাব রক্ষণ কর্মকর্তা কৃষ্ণা কর্মকার ফিডিং রুহুল কুদ্দুস ও রফিকুল ইসলাম, সেন্টার ম্যানেজার মহসিন আলম , মাঠকর্মী অপর্ণা মল্লিক ,অঞ্চিতা সরকার প্রমুখ।
আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ ই আগস্ট নিহত পরিবারের সকলের আক্তার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন কালিগঞ্জ থানা জামে মসজিদের খতিব ও উপজেলায় ইমাম সমিতির সাধারণ সম্পাদক হযরত মাওলানা আশরাফুল ইসলাম আজিজী পরে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।