হোম অন্যান্যসারাদেশ পর্যটকদের দৃষ্টিনন্দন কিশোরগঞ্জ হাওর

কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জের দিগন্ত বিস্তৃত হাওরের মাঝখান দিয়ে কখনো সোজা, কখনো আবার এঁকেবেঁকে চলেছে পিচঢালা পথ। সড়কে নিয়মিত চলছে ছোট- বড় যানবাহন। মনে হয় সড়কটি যেন মিশে গেছে নীল দিগন্ত সীমানায়। কিশোরগঞ্জের ইটনা- মিঠামইন- অষ্টগ্রাম আর নিকলী নিয়ে হাওর অঞ্চল।

হাওরের অলওয়েদার সড়ক বাড়িয়ে দিয়েছে হাওরের বহুগুণ সুন্দর্য। দূর- দূরান্ত থেকে পর্যটকরা ছুঁটে আসছে হাওরের সুন্দর্য উপভোগ করতে। অকৃত্তিম প্রকৃতি আর পানিতে জল তরঙ্গের খেলা কার না দেখতে ভালোলাগে?

হাওরে তৈরি হয়েছে একটি রিসোর্ট। এ রিসোর্টে একটি চাইনিজ রেস্তোরা, শপিংমল, দুটি পরিবার থাকার মত অত্যাধুনিক বিল্ডিং। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের ইচ্ছায় নির্মিত অলওয়েদার সড়ক ঘিরে হাওরে পর্যটন শিল্পের বিকাশ ঘটবে বলে মনে করছেন স্থানীয়রা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন