তাজমুল, ঝিকরগাছা :
যশোরের ঝিকরগাছায় কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫ টার সময় ঝিকরগাছা বাজারের ‘সেবা’ স্বেচ্ছাসেবী সংঠনের কার্যালয়ের কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির প্রতিনিধি সভায় মূল আলোচ্য বিষয় ছিল সরকারি নীতিমালা লঙ্ঘন করে ঝিকরগাছা ব্রীজ নির্মাণ, কপোতাক্ষ নব্যতা, নৌ-চলাচল ও চলমান সংস্কার প্রকল্প পরিপন্থি এর প্রতিবাদে কর্মসূচি হাতে নিয়েছে।
কর্মসূচির মধ্যে আগামী ১৬ আগস্ট পর্যন্ত কপোতাক্ষ অববাহিকায় গণসংযোগ, ১৬ আগস্ট দুপুর ১২টায় যশোর থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান এবং ব্যবস্থা গৃহিত না হলে আগমী ২৯ আগস্ট সকাল ১১টায় ঝিকরগাছা বাজারে বৃহত্তর সমাবেশ অনুষ্ঠিত হবে।
কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন, কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ। বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি ও কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির সদস্য মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির আহবায়ক অনিল বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য সাহানা আক্তার, ‘সেবা’ স্বেচ্ছাসেবী সংঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, সহ সভাপতি আলীশাহ, সাধরণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, সদস্য ফয়েজ আহমেদ, ঝিকরগাছা মহিলা কলেজের উপাধ্যক্ষ মোঃ ইলিয়াস উদ্দীন, যশোর পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক তফিকুল ইসলাম স্বপন, সাপ্তাহিক নিশানের সম্পাদক নুরুল্লাহ খান রুমি, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাষ্টের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ সহ আরো অনেকে।
উল্লেখ্য, প্রতিনিধি সভার পরিশেষে মোঃ আব্দুর রহিমকে আহবায়ক, মাস্টার আশরাফুজ্জামান বাবুকে সদস্য সচিব ও অন্যান্য উপস্থিতিদেরকে নির্বাহী সদস্য করে কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির ঝিকরগাছা আহবায়ক কমিটি ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ।