হোম জাতীয় ‘পরীমনি কারাগারে থাকলে অপূরণীয় ক্ষতি হবে’

বিনোদন ডেস্ক :

মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার (১৩ আগস্ট) বিকেল ৩টার দিকে মামলার শুনানি শেষে এ আদেশ দেন আদালত। এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে পরীকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডলের আদালতে হাজির করা হয়।

জামিনের আবেদনে পরীমনির আইনজীবী মজিবুর রহমান আদালতে বলেছেন, ‘পরীমনি কোনো ফালতু অ্যাক্টর না। আমরা তার জামিন চাই। পরীমনি ‘ভারটিগো’ এবং ‘প্যানিক অ্যাটাক’ এর রোগী। তিনি দীর্ঘসময় পুলিশ কাস্টডিতে অমানবিক নির্যাতনের শিকার হয়ে অসুস্থ হয়ে পড়েছেন।‘

‘হেফাজতে থাকলেও মামলা সংক্রান্ত জিজ্ঞাসাবাদে কোনো গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটিত হয়নি। জরুরি চিকিৎসার স্বার্থে তাকে জামিনে মুক্তি দেওয়া আবশ্যক।’

মজিবুর রহমান বলেছেন, ‘আসামি একজন প্রথম সারির মেধাবী চিত্রনায়িকা। ফোর্বস ম্যাগাজিনে ডিজিটাল তারকা হিসেবে বিশ্বের ১০০ জনের মধ্যে আসামির নাম অন্তর্ভুক্ত হয়। যা বাংলাদেশের চলচ্চিত্রের জন্য গৌরবজনক ঘটনা। আসামি কারাগারে আটক থাকলে চলচ্চিত্র অঙ্গনের অপূরণীয় ক্ষতি হবে। তার অনেকগুলো সিনেমার শুটিং রয়েছে।’

শুক্রবার দুপুর তিনটার দিকে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডলের আদালতে এ বিষয়ে শুনানি হয়। শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

ওই আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, ‘মামলার তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত আসামি পরীমনিকে জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন। আসামি জামিনে মুক্তি পেলে মামলার তদন্তে বিঘ্ন সৃষ্টি হতে পারে। এমনকি পলাতক হওয়ার সম্ভাবনাও রয়েছে।’

গত ৫ আগস্ট (বৃহস্পতিবার) বনানী থানায় মাদক আইনে মামলা করা হয় পরীমনির বিরুদ্ধে। ওইদিনই সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয় পরীমনিকে। তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন মাদক মামলায় পরীমনি ও তার সহযোগী দীপুর জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

পরে মঙ্গলবার (১০ আগস্ট) ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস।

মাদক মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমনিকে দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার আদালতে হাজির করা হয়। পরীমনিকে আর রিমান্ডের আবেদন করেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরীমনির জামিনের জন্য আবেদন করেন তার আইনজীবীরা। বেলা ১১টা ৪০ মিনিটে একটি মাইক্রোবাসে করে তাকে হাজতখানায় আনে সিআইডি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন