নিজস্ব প্রতিনিধি :
মহামারি করোনা ভাইরাস সংকটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাতক্ষীরায় প্রতিদিন হতদরিদ্র তিন’শত মানুষের মাঝে রান্না খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জাপান ও যুক্তরাজ্য বিএনপির আর্থিক সহযোগিতায় বুধবার বিকালে শহরের ইটাগাছা এলাকায় উক্ত খাবার বিতরণের উদ্বোধন করেন, জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, যুগ্নআহবায়ক চেয়ারম্যান আব্দুর রউফ, হাবিবুর রহমান হাবিব, মোদাচ্ছেরুল হক হুদা, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, বিএনপি নেতা এড, একলেছুর রহমান বাচ্চু, এড. আশরাফুল আলম, শ্রমিকদল সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ, জেলা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা স্বোচ্ছাসেবকদল সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা কৃষকদলের আহবায়ক আহসানুল কাদির স্বপন, জেলা যুবদল সাধারন সম্পাদক এইচ আর মুকুল, এড. আকবর আলী, হাসান শাহারিয়ার রিপন প্রমুখ।
বিএনপি নেতারা এ সময় সামাজিক দুরুত্ব বজায় রেখে করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধে সকলকে সচেতন থাকার আহবান জানান।