নড়াইল অফিস :
করোনা সংকট মোকাবেলায় সোনালী ব্যাংক লিমিটেড নড়াইল রিজিওনাল অফিসের পক্ষ থেকে ৩২৫জনকে সাড়ে ৬লাখ টাকার সহযোগিতা প্রদান করা হয়েছে।বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রত্যেককে ২হাজার টাকা করে প্রদান করা হয়।টাকা প্রদান হিসেবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ফকরুল হাসান, সোনালী ব্যাংক লিমিটেড নড়াইল অঞ্চলের সহকারি মহাব্যবস্থাপক (এজিএম) মো: হারুনুর রশিদ, সোনালী ব্যাংক নড়াইল শাখার ব্যবস্থাপক মো: মফিদুল ইসলাম, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো: শহীদুল ইসলাম, প্রিন্সিপাল অফিসার আশীষ কুমার দাস, সিনিয়র অফিসার প্রলয় চক্রবর্তী প্রমূখ উপস্থিত ছিলেন।
সোনালী ব্যাংকের সহকারি মহাব্যবস্থাপক (এজিএম) মো: হারুনুর রশিদ বলেন,চলমান করোনা সংকট মোকাবেলায় সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় সোনালী ব্যাংক লিমিটেড নড়াইল রিজিওনাল অফিসের পক্ষ থেকে প্রত্যেককে ২হাজার টাকা করে মোট ৩২৫জনকে ৬লাখ ৫০হাজার টাকা সহযোগিতা প্রদান করা হয়েছে।
