খেলাধুলা ডেস্ক :
অবশেষে ফ্রান্সের প্যারিসে পৌঁছে গেছেন লিওনেল মেসি। এর কয়েক ঘণ্টা আগে জানা গিয়েছিল, দুই বছরের চুক্তিতে যোগ দিচ্ছেন প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)।
মঙ্গলবার (১০ আগস্ট) বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় প্যারিসে পৌঁছান মেসি। এর আগে বিকেল পাঁচটার দিকে পরিবারকে নিয়ে বার্সেলোনা ছাড়েন আর্জেন্টাইন এই মহাতারকা।
প্যারিসে নেমেই পিএসজির সঙ্গে চুক্তি সেরে ফেলেন লিওনেল মেসি। এর সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেল মেসির নতুন অধ্যায়।
মেসি যাওয়ার কয়েক ঘণ্টা আগে থেকেই প্যারিসের বিমানবন্দরের সামনে জড়ো হতে থাকেন পিএসজি সমর্থকরা। ‘মেসি’, ‘মেসি’ চিৎকারে বিমানবন্দর এলাকা মাতিয়ে তোলেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেসব ভিডিও। মেসির জন্য প্যারিস বিমানবন্দরে লাল গালিচাও বিছানো হয়।
এর আগে মেসির পিএসজিতে যাওয়ার খবর নিশ্চিত খোদ মেসির বাবা। এছাড়া ক্রীড়া সাংবাদিক ও ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিসিও রোমানো বিষয়টি সামনে আনেন। মঙ্গলবার তিনি বলেন, ‘বার্ষিক ৩৫ মিলিয়ন ইউরো বা প্রায় সাড়ে তিনশ কোটি টাকা বেতনে পিএসজিতে যোগ দিচ্ছেন মেসি। বার্সেলোনার সঙ্গে সবশেষ চুক্তিতে বার্ষিক ৭১ মিলিয়ন ইউরো বেতন পেতেন তিনি।’
এর আগে ২১ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে মেসিকে ছাড়ার ঘোষণা দেয় বার্সেলোনা। তারা জানায়, নতুন চুক্তির জন্য প্রস্তুত দুই পক্ষই। কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়ায় লা লিগার অবকাঠামোগত বাধ্যবাধকতা। পরে সংবাদ সম্মেলনে এসে সেটি ব্যাখ্যা করেন ক্লাবটির প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা।
জানা যায়, পুরোপুরি আর্থিক কারণেই বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করা যাচ্ছে না। ২৫ মিলিয়ন ইউরো বেতন প্রস্তাব দেওয়ার জন্য বার্সার কমাতে হতো ১০০ মিলিয়ন ইউরোর বেতন! মেসিকে নতুন চুক্তি দিতে হলে বেতন কমাতে হতো অন্য খেলোয়াড়দের। এটা সহজ নয় কারণ তাদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করা আছে!
মেসিকে ধরে রাখার জন্য শেষবারও প্রাণান্তকর চেষ্টা চালিয়েছে বার্সেলোনা। কিন্তু, যাদেরকে ‘গুডবাই’ বলে দিয়ে এসেছেন, সেখানে আর ফিরে যাচ্ছেন না মেসি।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাও জানিয়েছিল, পিএসজির সঙ্গে চুক্তি হয়ে গেছে মেসির। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণাই বাকি। খুব দ্রুতই ঘোষণা চলে আসবে। এর মধ্যে যা জানা যাচ্ছে, প্যারিসের ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন মেসি।
এইতো মাস ছয়েক আগেও চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লিওনেল মেসিদের দুয়ো দিয়েছিল পিএসজির সমর্থকরা। মাঠে নানা ধরনের কটূক্তি লিখিত ব্যানার-ফেস্টুন নিয়ে হাজির হয়েছিলেন তারা। সেই সমর্থকরাই এখন মেসিকে স্বাগত জানাতে অপেক্ষা করছেন।
লিওনেল মেসি আসছেন ফ্রান্সে, যোগ দেবেন প্যারিসিয়ান শিবিরে। এ খবর জেনে গেছে পুরো প্যারিস শহর। পার্ক দ্য প্রিন্সেস থেকে শুরু করে আইফেল টাওয়ার, এয়ারপোর্ট লোকে লোকারণ্য হয়ে আছে। সবার স্বপ্ন এক নজর কাছ থেকে দেখতে চান ক্ষুদে এই ফুটবল জাদুকরকে। মেসির আগমনকে ঘিরে উৎসবের নগরী এখন প্যারিস।
বার্সেলোনা থেকে বিদায় নিয়েছেন সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। বার্সায় দীর্ঘ দিন ধরে ১০ নম্বর জার্সিটি পরে আসছিলেন তিনি। মেসির বিদায়ে এ জার্সি কে পরবেন এখন? মঙ্গলবার (১০ আগস্ট) স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, এ জার্সি অধরাই থাকবে আপাতত। লা লিগায় যেহেতু জার্সি তুলে রাখার নিয়ম নেই, তাই এটিকে একেবারে অবসরেও পাঠিয়ে দেওয়া হচ্ছে না।