হোম অন্যান্যসারাদেশ শিয়ালী মন্দির ও বাড়ি ভাঙচুরের প্রতিবাদে ফকিরহাট পূজা উদযাপন পরিষদের বিবৃতি

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

খুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে মন্দির ও বাড়ি ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে বিবৃতি প্রদান করেছে বাগেরহাটের ফকিরহাট উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক প্রভাষক মনোতোষ রায় কেষ্ট, সহ-সভাপতি অপুর্ব কান্তি ঘোষ, ফকিরহাট সদর ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি গোবিন্দ পাল, সাধারন সম্পাদক অসিম দেবনাথ, নলধা-মৌভোগ ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি অজামিল ঢালী, সাধারন সম্পাদক আনন্দ কুমা দে প্রমূখ।

অনুরুপ বিবৃতি প্রদান করেছেন ফকিরহাট উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সহকারি অধ্যাপক মুরারী মোহন পাল এবং ফকিরহাট কেন্দ্রীয় কালী মন্দিরের সভাপতি সহকারি অধ্যাপক তাপস কুমার বিশ্বাস, সাধারন সম্পাদক প্রশান্ত মোদক বাবু প্রমূখ।

এছাড়া ফকিরহাট সনাতনী জাগরনী সংঘের নেতৃবৃন্দ শিয়ালী গ্রামে মন্দির ও বাড়ি ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করেন। বিবৃতিদাতারা এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত পূর্বক আটক করে শাস্তির দাবী জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন